
ফাইল ছবি
১৬ জুলাই বুধবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসায় পরিদর্শনে আসেন মাওলানা মঈনুদ্দীন আহমদ।
এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ মাদ্রাসার বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই মন দিয়ে লেখাপড়া করতে হবে।" এছাড়াও, তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করেন।
এই পরিদর্শন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এমন পরিদর্শনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় আরো উপস্থিত ছিলেন ১২ নং পূর্ব ওয়ার্ডের সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, শ্রমিক কল্যানের শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস, ও মাদরাসার শিক্ষক মণ্ডলী ও পরিচালকগন।