
গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা দেয়ার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভূইয়াপাড়া এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে ডিশ বাবুর ক্যাডার মোঃ মিঠু ভূঁইয়া (৪৫), মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০), মৃত শাহীনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), দেওভোগ এলএন রোড এলাকার মৃত মোঃ সোলমানের ছেলে মেহেদী হাসান তুহিন (২৭)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় বাধা প্রদানের ঘটনায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।