
ফাইল ছবি
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামীদের পাশ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে হাজীগঞ্জের কিল্লারপুল এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ সোলেমান (৪২) ও ব্রাহ্মণপাড়া এলাকার শরিফ সরকারের ছেলে মোঃ জোবায়ের সরকার।
এসময় গাড়িতে তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে গাড়িতে থাকা আরো ২ জন আসামী পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, হাজীগঞ্জ এলাকা থেকপ গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।