
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত সড়কটি এখন যেন মরণফাঁদ। এ সড়কটি অতীব গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে তা চরম দুরবস্থার মধ্যে রয়েছে।
গত সরকারের আমলে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণ ও সম্প্রসারণ করা হয়। কিন্তু এক বছরের মধ্যেই বিভিন্ন অংশে খানা-খন্দে ভরে যাওয়ায় এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে যায়। ভারী যান চলাচলের ফলে অনেক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে প্রায়ই ট্রাক বা বাস উল্টে গিয়ে সৃষ্টি হয় যানজট, ব্যাহত হয় সাধারণ মানুষের যাতায়াত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধামগড় ইস্পাহানী বাজার সংলগ্ন এলাকা, নবীগঞ্জের টি হোসেন গার্ডেনের সামনে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বন্দর স্ট্যান্ড এলাকাগুলোতে রাস্তাটি ভয়াবহ অবস্থায় রয়েছে। অনেক জায়গার পিচ উঠে গিয়ে কাদায় পরিণত হয়েছে, যা যাত্রী ও চালকদের জন্য বিপজ্জনক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সড়ক দিয়েই হাজার হাজার মানুষ প্রতিদিন ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগ করে। এছাড়া স্কুল-কলেজ, হাসপাতাল ও উপজেলা পরিষদে যাওয়ার জন্য এটি অন্যতম প্রধান সড়ক। বেহাল রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে ইট ফেলে সাময়িক সংস্কার করা হলেও তা কার্যকর হচ্ছে না।
বন্দরবাসীর দাবি, অতি দ্রুত সড়কটি পুনরায় সংস্কার করা হোক। এজন্য তাঁরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।