বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১ ঘন্টা ব্লকেডের পর সাইনবোর্ডে যান চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৮:০৯, ১৬ জুলাই ২০২৫

১ ঘন্টা ব্লকেডের পর সাইনবোর্ডে যান চলাচল স্বাভাবিক 

সাইনবোর্ড মোড়ে অবরোধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করছেন এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় এই ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। 

এসময় সড়কে বাঁশ, ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেন তারা। 

এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু জানান, সাইনবোর্ডে ছাত্র-জনতা ১ ঘন্টা ব্লকেড কর্মসূচি করেছে। হামলার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, নারায়ণগঞ্জের ছাত্র-জনতা রাজপথে রয়েছে। বিপ্লবীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।