
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
নারায়ণগঞ্জে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, শীতলক্ষ্যাকে দূষণ মুক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করাসহ জেলার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সেক্রেটারি আফজাল হোসেন পন্টিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে যোগদানের পরে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা মনে হয়েছে সেটা হলো যানজট। আমরা ইতিমধ্যে সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে ১২ টি স্পট নির্ধারণ করেছি। ওইসব স্পট থেকে অটোরিকশাগুলো ঘুরিয়ে দিব। আমরা যানজট নিরসনে ইতোমধ্যে মীর জুমলা সড়ক দখলমুক্ত করেছি।
নারায়ণগঞ্জের আরো একটি বড় সমস্যা হলো জলাবদ্ধতা। ৯৩ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার দখল হয়ে আছে। এসব খাল দখলমুক্তে আমরা প্রকল্প জমা দিয়েছি। ওই প্রকল্পের অনুমোদন পেলে খালগুলোতে উচ্ছেদ অভিযান হবে। শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করতে সরকারের কাছে প্রকল্প গ্রহণ করার জন্য সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো।
এ বিষয়ে মিডিয়ার ভূমিকা ও জনগণকে সোচ্চার হওয়ার তাগিদ দেন ডিসি। এছাড়াও সরকারি সেবাদানকারী সংস্থাগুলোকে দালালমুক্ত করতে ও সেবার মান বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় জেলা প্রশাসক তিনি যোগদানের পরে গত ৬ মাসে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন এবং যেসব কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।