
স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মোনাজাতে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সকলকে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ থানা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।