শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিছিলে গুলি, পিবিআই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৮, ৩১ জুলাই ২০২৫

মিছিলে গুলি, পিবিআই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ১৯ জুলাই ছাত্র জনতার ওপর হামলা চালায় শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী। হামলার প্রতিবাদে এদিন ফুঁসে ওঠে পুরো নারায়ণগঞ্জ। জনতার ক্ষোভের আগুনে পুড়ে যায় নারায়ণগঞ্জের পিবিআই কার্যালয়।

১৯ জুলাই দিনটি ছিল শুক্রবার। জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে ছাত্র জনতার ওপর হামলা চালায় শামীম ওসমান ও তার অনুসারীরা। এক পর্যায়ে মিছিলে অত্যাধুনিক অস্ত্র নিয়ে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এসময় গুলিতে অনেকেই হতাহত হন।

প্রথমে গুলির মুখে পিছিয়ে গেলেও দ্রুত সংগঠিত হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা। এক পর্যায়ে শামীম ওসমান ও তার অনুসারীরা পালিয়ে গেলে আন্দোলনকারীরা পুরে এলাকায় বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের সামনে পুলিশের বিশেষ সংস্থা পিবিআইয়ের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এসময় কার্যালয়ের ভেতরে সাত-আটজন কর্মকর্তা-কর্মচারী আটকে পড়েন। পরে জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।

এ ঘটনায় অফিসের অধিকাংশ প্রযুক্তিগত যন্ত্রপাতি, কম্পিউটার, কেস ফাইল এবং অন্যান্য ডেটা সংরক্ষণের উপকরণ পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।