শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্দোলনের হটস্পট ছিল চাষাঢ়া, মিশনপাড়া, জালকুড়ি, সাইনবোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৪, ৩১ জুলাই ২০২৫

আন্দোলনের হটস্পট ছিল চাষাঢ়া, মিশনপাড়া, জালকুড়ি, সাইনবোর্ড

আন্দোলনের কেন্দ্রবিন্দু চাষাঢ়া

নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া। আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে মিশনপাড়া এলাকায় দুর্গ গড়ে তুলেছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাইনবোর্ড এলাকায় অন্যদিকে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেয় ছাত্র জনতা। জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দখলে নেয় জনতা।

নারায়ণগঞ্জে ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও মিশনপাড়া এলাকা। আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালালে পুরে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। তিন দিন ধরে এই এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ৩১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্তও আন্দোলনের কেন্দ্রে ছিল এই এলাকা।

আন্দোলনে উত্তাল ছিল জালকুড়ি এলাকা। এই এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা অস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালায়। আন্দোলনের প্রায় পুরোটা সময় জালকুড়ি এলাকা দখলে ছিল ছাত্র জনতার।

আন্দোলনের সবচেয়ে উত্তপ্ত ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা। শিক্ষার্থীদের সাথে থেকে বিএনপি নেতাকর্মীরা এই এলাকায় দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। আন্দোলনের প্রথম ধাপের পুরো সময় এই এলাকা দখলে রেখেছিল আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা মাঠে থেকে এই এলাকায় নেতৃত্ব দেয়।

আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানিও এই সাইনবোর্ড ও আশেপাশের এলাকায় ঘটেছিল। আন্দোলনকারীদের দমন করতে এক পর্যায়ে বিভিন্ন স্থানে স্নাইপার বসানো হয় এবং হেলিকপ্টার থেকেও আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়।