শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : আবদুল জব্বার

ফাইল ছবি

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে ফতুল্লার শহীদ তিতুমীর স্কুলে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এই সমাজকে নতুনভাবে বিনির্মান করার জন্যআগামীর যে শতাব্দী হবে,সেটা হবে ইসলামীক সমাজ ব্যাবস্থার শতাব্দী। মানুষের নেতা না হয়ে মানুষের খাদেম হিসাবে কাজ করবো।আমরা আখের গোছানোর জন্য নেতৃত্ব দিবো না,মানুষের খেদমত করার জন্য নেতৃত্ব দিবো।আল্লাহর রসূল যেভাবে কাজ করেছেন, সেভাবেই কাজ করবো।আল্লাহর রাসূলেরযেখানে অধিকার খর্ব করা হয়েছে, সেখানেই প্রতিরোধ তৈরী করেছেন। ঠিক রাসূলের দেখানো পথে আমরা চলবো,ইনশাআল্লাহ। 

এছাড়া যুব সমাবেশ শেষে গণসংযোগ করে শহীদ তিতুমীর স্কুল থেকে হাজীগঞ্জ রেললাইন এসে শেষ হয়। উক্ত গণসংযোগে বক্তৃতায় তিনি বলেন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আপনাদের সজাগ থেকে সৎ ও যোগ্য লোককে নির্বাচীত করতে হবে।তাহলেই আল্লাহ এবং রাসূলের পথে চলা সম্ভব হবে।   

উক্ত যুব সমাবেশ এবং গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ  জামাল হোসাইন এবং এইচ এম নাসির উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন। 

নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সেক্রেটারি আব্দুর রহিম 'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিক ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আইলপাড়া পাঠানটুলি ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সোহাগ, পানিরকল, এম সার্কাস ইউনিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম,  ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ খোকন প্রমূখ।