বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-লাকসাম রেল লাইন: বিকল্প রুট ও মেঘনায় স্টেশনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-লাকসাম রেল লাইন: বিকল্প রুট ও মেঘনায় স্টেশনের দাবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেল লাইন নির্মাণের প্রতিবাদে কুমিল্লার মেঘনা উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিদার মেম্বারের মোড়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, রেল লাইনটি সোনারগাঁও, মেঘনা ও তিতাস উপজেলার উপর দিয়ে লাকসাম পর্যন্ত নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। জরিপে দেখা গেছে, শুধু মেঘনা উপজেলাতেই অন্তত ১৯টি গ্রামের প্রায় ৯৭টি পরিবার তাদের বসতভিটা হারাবে। এতে প্রায় ৪ হাজার মানুষ জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।

তাদের অভিযোগ, এত বড় ক্ষতির পরও মেঘনা উপজেলায় কোনো রেলস্টেশনের পরিকল্পনা রাখা হয়নি। এটি এলাকার জন্য এক ধরনের বঞ্চনা ও অমানবিক সিদ্ধান্ত হবে বলে দাবি করেন বক্তারা।

ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুই দফা দাবি উত্থাপন করা হয়—

১. বাড়িঘর ভেঙে মানুষ উচ্ছেদ না করে বিকল্প খালি জায়গা ব্যবহার করে রেল লাইন নির্মাণ।

২. মেঘনা উপজেলায় অন্তত একটি রেলস্টেশন স্থাপন।

তারা বলেন, বিকল্প খালি জায়গা থাকলেও পরিকল্পিতভাবে রেল লাইন বসতভিটার উপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে মানুষ জমি হারাবে কিন্তু কোনো সুবিধা ভোগ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. দিদার আহমেদ।