বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শুধু ফুটপাত নয়, রাস্তাও দখল করে রেখেছে: দিপু ভুঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শুধু ফুটপাত নয়, রাস্তাও দখল করে রেখেছে: দিপু ভুঁইয়া

ফাইল ছবি

আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ কখন শুরু হয় আর কখন শেষ হয় তা জনগণ জানতেই পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এসময় নারায়ণগঞ্জের নানা সমস্যার কথা তুলে ধরে এসব কথা বলেন চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।

দিপু ভূঁইয়া বলেন, বাংলায় একটা কথা আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা মূলত এসেছিলাম সৌজন্যমূলক সাক্ষাতের জন্য। কিন্তু এখানেও এসে আমাদের নগরবাসীর নিত্যদিনের সমস্যার কথাই তুলতে হচ্ছে।

কদম রসুল সেতুর নকশা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নারায়ণগঞ্জ অংশে সেতু থেকে নামার পয়েন্ট নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে। এটা কি নগরবাসীর সুবিধার জন্য করা নাকি কারও ব্যক্তিগত স্বার্থে? যেহেতু সেতুটি নারায়ণগঞ্জবাসীর জন্য নির্মিত হচ্ছে, তাই এটি এমনভাবে বাস্তবায়ন করা দরকার যাতে যানজট না বাড়িয়ে মানুষের উপকারে আসে।

চেম্বার সভাপতি প্রকল্পের কাজের দীর্ঘসূত্রিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ কখন শুরু হয় আর কখন শেষ হয় তা জনগণ জানতেই পারে না। কোন রাস্তাঘাট পরিষ্কার রাখার দায়িত্ব কার এটাও পরিষ্কার নয়। অথচ যদি এসব তথ্য জনগণ জানে, তাহলে নগরবাসীর চাপের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাজের গতি বাড়াতে বাধ্য হবে।

ফুটপাত দখল ও হকার সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত এখন নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। হকাররা শুধু ফুটপাত নয়, রাস্তাও দখল করে রেখেছে। এটি বহুদিনের সমস্যা। আমরা চাই সবাই মিলে এই সমস্যার সমাধান হোক।

তিনি নবনিযুক্ত প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, নগরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি সামনে আরও কার্যকর উদ্যোগ নেবেন।