
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বিভিন্ন উন্নয়ন মূলক প্রজেক্টের কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এসময় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আইকনিক কেবল-স্টেইড কদম রসুল সেতু পরিদর্শন করেন তিনি। প্রকল্পটি বন্দরের সাথে নগর এলাকার সংযোগ স্থাপন করবে এবং জাইকার সহায়তায় ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত জালকুড়ি স্যানিটারি ল্যান্ডফিল উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এসময় সচিবের সঙ্গে ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়, আরলিংটনের সলিড ওয়েস্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শহীদাত হোসেন, যার টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞতা আলোচনায় গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে।
অনুষ্ঠান চলাকালীন সচিব আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থাপনা, লিচেট ট্রিটমেন্ট, কম্পোস্টিং, এরোবিক ডাইজেশন, বায়োগ্যাস উৎপাদন, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণ এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য সুযোগের গুরুত্বের উপর জোর দেন, যাতে বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা যায়। তিনি দ্রুত বর্ধনশীল নারায়ণগঞ্জ এলাকায় টেকসই ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে যথাযথ আন্তঃবিভাগীয় সমন্বয়েরও ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যা পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে সম্মিলিত প্রয়াস ও অঙ্গীকারের প্রতিফলন।
পরিদর্শন শেষে সচিব মহোদয়কে সার্কিট হাউজে জেলা প্রশাসক তাঁর বিগত আট মাসের সার্বিক কার্যক্রম বিশেষ করে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি, গ্রিন আমব্রেলা উদ্যোগসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সচিত্র তুলে ধরেন। সচিব জেলা প্রশাসকের এসব ব্যতিক্রমী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সাথে সার্কিট হাউজ প্রাংগণে সচিব মহোদয় একটি নারিকেল বৃক্ষরোপণ করে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।