বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

র‍্যাব-১১ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি বিদেশী রিভলভার একটি বিদেশী ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নাই।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।