বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ইজিবাইক চালকের হামলায় শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ইজিবাইক চালকের হামলায় শিক্ষার্থী আহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী কর্মীদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজট নিরসনের কাজে থাকা কয়েকজন শিক্ষার্থীকে লক্ষ্য করে কিছু ইজিবাইক চালক হামলা চালান। এতে কয়েকজন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর ক্ষুব্ধ ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে ব্যস্ততম এই সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও সাধারণ মানুষ।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।  

ইজিবাইক চালকরা অভিযোগ করেন, শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীরা তাদের ওপরও হামলা চালিয়েছে। এ ঘটনায় তাদের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা। 

অন্যদিকে শিক্ষার্থীরা বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে দায়িত্ব পালন করতে গিয়েই তারা হামলার শিকার হয়েছেন। দুপুর সাড়ে তিনটার দিকে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজ কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। 

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। 

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনেও একই ধরনের ঘটনায় শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের ওপর ইজিবাইক চালকদের হামলার অভিযোগ উঠেছিল।

এবিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আমরা ঘটনার পর উভয় পক্ষকে নিয়ে বসেছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। মোবাইল হারানোর অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।