
মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জে মুঘল আমলের অনেক স্মৃতি রয়েছে। নারায়ণগঞ্জ মুঘল আমল থেকেই ব্যাবসায়ের কেন্দ্র স্থল। সেকারণেই মুঘল আমলের আদলে আমরা এটি সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করেছি। পরবর্তীতে কমিটির পছন্দকৃত স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী ঈদগাহের কাজটি শুরু করেছি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার কাজ পরিদর্শনে এসে একথা জানান তিনি।
তিনি বলেন, এটি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আমি যখন প্রথম ঈদের নামাজ পড়তে আসি সেটি ছিল ঈদ উল ফিতরের নামাজ। সে নামাজের আগে এই ঈদগাহ মাঠ পরিদর্শনে আসি। এখানে এসে দেখি এখানে স্ট্রাকচারটি প্রায় হেলে পড়ে গিয়েছিল এবং দেয়ালটি ভাঙা ছিল। তখন আমার মনে হয়েছে নারায়ণগঞ্জের মত একটি জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এ অবস্থা! আমরা এটাকে কীভাবে সংস্কার করতে পারি। সেই চিন্তা থেকে আমরা ঈদগাহটিকে মুঘল আমলের স্মৃতি অনুযায়ী গড়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, আজ এই ঈদগাহের ঢালাই। আমরা আশা করছি দ্রুতই মুঘল আমলের সৌন্দর্য এই ঈদগাহ ময়দানে আমরা ফুটিয়ে তুলতে পারবো।