বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গাঁজা ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে গাঁজা ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে আট কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মৃত আমজাদ শেখের ছেলে আব্দুস সামাদ (৫২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বন্দরসহ নারায়ণগঞ্জের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন তিনি। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।