
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। (সোমবার, ১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি এএইচএম কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে প্রশাসকের দায়িত্বে থাকা এএইচএম কামরুজ্জামান সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছেন।
বর্তমানে ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা-১ এ যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক পদেও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।