
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে একটি হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি 'ক্রু হোটেল'কে জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সমিত রাজা এবং আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।