
ফাইল ছবি
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় তিতাসের অভিযানে ৩০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে লাঙ্গলবন্দ এলাকায় ৩০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নিউ তাজমহল রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা তিতাস।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও বন্দর জোনের ম্যানেজার প্রকৌশলী জাহিন আমির খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
প্রকৌশলী জাহিন আমির খান বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যাদের অবৈধ সংযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।