শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় গণ দাওয়াতের বিকল্প নেই: মুহাম্মাদ আলী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় গণ দাওয়াতের বিকল্প নেই: মুহাম্মাদ আলী

ফাইল ছবি

আইসিএবি অডিটোরিয়াম শিবু মার্কেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম এর সভাপতিত্বে “দাঈ সেমিনার-২০২৫” অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দাওয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়, দাওয়াত ছাড়া ইসলাম আসেনি, ইসলামের দাওয়াত পৌছানোর জন্য রাসূল সা: তার জীবনের গুরুত্বপূর্ণ সময় দাওয়াতি কাজে ব্যয় করেছেন। 
দাওয়াতের ব্যাপারে মহান আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে সূরা হামীম সিজদাহ্'র ৩৩নং আয়াতে ইরশাদ করেছেন: "ঐ ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষ কে আল্লাহর দিকে দেয়, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের ই একজন"
তিনি আরো বলেন,ইসলাম প্রতিষ্ঠায় দাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অতএব ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় গণ দাওয়াতের বিকল্প নেই। 

দাঈ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাঈদ মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। 
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার দাঈবৃন্দ।