
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এপোলো ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায় প্রতিষ্ঠান টি নন ফুড গ্রেড কালার ব্যবহার করে খাবার তৈরি করছে। এছাড়াও মোড়কজাতকরণ বিধি লঙ্ঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ব্যতীত পণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি।
এসময় প্রতিষ্ঠানটির মানউন্নয়ন এর জন্য এমোনিয়া বাইকারবোনেট এর সঠিক ব্যবহার, ফুড গ্রেড কালার ব্যবহার, মোড়কজাতকরণ বিধি অনুসরন এর নির্দেশনা প্রদান করা হয় ।
নারায়ণগঞ্জ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ফতুল্লায় একটি বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর অভিযান চলমান থাকবে ।
এসময় জেলা পুলিশের একটি দল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণ করেন।