শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামিকাল ছাত্র ফেডারেশনের ৯ম সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আগামিকাল ছাত্র ফেডারেশনের ৯ম সম্মেলন

ফাইল ছবি

আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবম জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় ৯ম সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড। 

জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নারায়ণগঞ্জের প্রত্যেক বিশ্ববিদ্যালয়-কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ডাক নিয়ে দুইদিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামিকাল সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী সমাবেশ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। পরবর্তী দিন ২৬ সেপ্টেম্বর সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। চলমান মাজার-আখড়া ভিন্ন মতাদর্শের প্রতি হামলার প্রতিবাদস্বরুপ সাংস্কৃতিক অনুষ্ঠান  বাউল সংগীত আয়োজন করা হয়েছে।

সম্মেলনে নারায়ণগঞ্জের সাংবাদিকদের সহযোগীতা কাম্য। সকলের সম্মিলিত প্রচেষ্টাই সম্মেলন সফল ও স্বার্থক হয়ে উঠবে।