
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কেজি গাঁজাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজায় পুলিশ চেকপোস্টে তল্লাশীর সময় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত রুস্তম আলীর ছেলে বাবলু শামসুল হল (৪৫)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী বলে জানা গেছে।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শহিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে।