
স্মারকলিপি পেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারকে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান ও সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ দেশের একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। কিন্তু আইনশৃঙ্খলার অবনতি, যানজট, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন সমস্যা মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। এ অবস্থায় জননিরাপত্তা ও নাগরিক স্বার্থে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি:-
মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা – যাতে রাজধানীর সঙ্গে নিরাপদ ও আধুনিক যোগাযোগ নিশ্চিত হয়। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা – ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা ও অবৈধ পার্কিং বন্ধ করা। ফুটপাত দখলমুক্ত করা – যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূল – পুলিশের কঠোর অভিযান ও নিয়মিত টহল জোরদার করা।