
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরের পানিতে পড়ে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু হলেন- শিমড়াইল এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে সাইফা আক্তার।
এর আগে দুপুরে খেলার সময় দুইজন শিশু পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা একজনকে উদ্ধার করলেও অপর জনকে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুপুরে খবর পাই শিমরাইল এলাকায় পুকুরে দুইটা বাচ্চা পানিতে পড়ে গেছে একটাকে উদ্ধার করেছে একটাকে পাওয়া যাচ্ছে না। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।