
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বক্তাবলী ইউনিয়ন থেকে রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ জানায় রশিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দুইটি হত্যা মামলা ও দুইটি হত্যা চেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজ, ভূমি দখল, টেন্ডারবাজি ও মারামারির ঘটনায় ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এদিকে রশিদ মেম্বারকে গ্রেপ্তারের পর বক্তাবলী ইউনিয়ন থেকে শতাধিক লোক ফতুল্লা থানায় এসে থানা ঘেরাও করে। এসময় থানার সামগ্রিক কার্যক্রম বন্ধ করে দিয়ে রশিদ মেম্বারের মুক্তির দাবীতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে রশিদ মেম্বারকে ডিবি পুলিশে হস্তান্তর করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়নি। তাদের বুঝিয়ে বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা রয়েছে। বুঝিয়ে বলার পর তারা সেখান থেকে সরে যায়।
এবিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার চারটি মামলা রয়েছে। একটি মামলায় তার জামিন ছিল। বাকি তিন মামলায় তার জামিন নেই। সেখান থেকে ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।