
ফাইল ছবি
ফতুল্লার নদীর পাড়স্থ প্রতিমা বিসর্জন ঘাট সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে করেছেন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নাছরিন।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) দুপুর ১ টার দিকে ফতুল্লা গরুর হাট সংলগ্ন নদীর তীরবর্তী প্রতিমা বিসর্জন ঘাট সহ লালপুর শ্রী,শ্রী কালিমন্দির এবং একাধিক মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার ফতুল্লা মো. আসাদুজ্জামান নুর,এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান,পাগলা শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু দাস, সাংবাদিক ও কলামিষ্ট রনজিত মোদক,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম,সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ,সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে তাহেরা,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাগর সিদ্দিকী প্রমুখ।