
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গঙ্গানগর গ্লোবাল এডিবল অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কারখানার ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে জানা যাবে।