শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত নির্বাচিত হলে মেহনতি মানুষের কল্যানে কাজ করবে : মঈনুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত নির্বাচিত হলে মেহনতি মানুষের কল্যানে কাজ করবে : মঈনুদ্দিন

গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহরের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে  নারায়ণগঞ্জ মহানগরী পশ্চিম থানা আয়োজিত গণসংযোগটি শহরের নাসিক ১৭ নং ওয়ার্ডের জল্লারপাড় এলাকা থেকে শুরু করে পাইকপাড়া বড়বাড়ি, নামাপাড়া, নয়াপাড়া হয়ে বাবুরাইল বৌ বাজার ঘুরে নয়াপাড়া এসে শেষ হয়। উক্ত গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, বাংলাদেশ সরকার এর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনী ঘোষণা করেছে, আমরা স্বাগত জানিয়েছি। আমরা সকল রাজনীতি বিদদের নির্বাচনে আহবান জানাই। আগে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে,আমরা সরকারের কাছে সুষ্ঠ ভোটের আহবান জানাই। 

তিনি আরোও বলেন, আল-কোরআনের আলোকে দেশ বিজয়ী হলে আর কোনো মানুষের কষ্ট হবে না। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি। 

এসময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী পশ্চিম থানার আমীর এডভোকেট আক্তার হোসাইন, পশ্চিম থানার সেক্রেটারি মুহাম্মদ সাঈদুর রহমান, জামায়াত নেতা আল আমিন হোসেন, আবদুল হাই কাউসার, শফিউর রহমান অপু সহ ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি প্রমূখ।