শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎পূজা আয়োজনে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‎পূজা আয়োজনে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তা

অনুদান প্রদান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে এবারও পূজা মণ্ডপগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় নগর ভবনের ৫ম তলার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৫২টি মণ্ডপকে প্রতিটি ৭ হাজার ৫০০ টাকা করে মোট অনুদান প্রদান করা হয়।

‎চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

‎অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ বলেন, পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সবসময় সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আগামীতে এই অনুদানের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

‎এছাড়া তিনি পূজা মণ্ডপগুলোর আশপাশে ছোটখাটো ভাঙা রাস্তা ও ড্রেন মেরামত এবং ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশনা দেন।

‎সনাতন ধর্মাবলম্বীরা সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি বছর অনুদান প্রাপ্তি তাদের আয়োজনে বাড়তি উৎসাহ জোগায় এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এ ধরনের সহায়তা বিশেষ ভূমিকা রাখে।