শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত নির্বাচিত হলে এমপিরা আপনাদের জবাবদিহিতায় থাকবে : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত নির্বাচিত হলে এমপিরা আপনাদের জবাবদিহিতায় থাকবে : আবদুল জব্বার

ফাইল ছবি

স্বাধীনতার ৫২ বছর পরে এসেও যদি অপরিকল্পিত ড্রেন ও খালের কাজ করতে হয়, তাহলে এই দেশ এগিয়ে যাবে কিভাবে? মূলত স্বাধীনতার পর থেকে কেউ ই দেশের জন্য কাজ করেনি। 
এ যাবত পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছে এরা সবাই নিজের উন্নয়ন করেছে। নিজেদের পকেট ভারী করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে ইসলমী দল ক্ষমতায় আসলে প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে। আপনারা ইতোপূর্বে আমাদের দু'জন মন্ত্রীর কাজ দেখেছেন, যাদের দুই টাকার দূর্নীতি কেও বের করতে পারেনি।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে খালপাড়, চিতাশাল, নূরবাগ এলাকায় গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন পতিত স্বৈরাচারী সরকার দেশে যেভাবে মাদক ও সন্ত্রাস  প্রচলিত করে গেছে, বর্তমানে তা ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্ষমতায় আসলে মাদকের মূল উৎপাটন নির্মূল করা হবে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়দের অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় আসলে নারী অধিকার নিশ্চিত হবে। নারীরা তাদের ন্যায অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।
তিনি ফতুল্লা এলাকার জ্বলাবদ্ধতাকে এক নাম্বার কাজ হিসেবে উল্লেখ করেন। এছাড়া জ্বলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, মশক নিধন ইত্যাদি সমস্যা সমাধানে অগ্রনী ভুমিকা পালন করবে।

উক্ত গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি  হাফেজ আব্দুল মোমিন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাসেম, থানা সেক্রেটারি হাফেজএনামুল হক, অধ্যাপক হুমায়ুন কবির   অধ্যক্ষ অলিউল্লাহ, নুরুন্নবী পলাশ সহ কয়েকশত স্থানীয় ও  জামায়াত নেতৃবৃন্দ।