
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার ও পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টা থেকে শহরের জিমখানা লেক ও আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলম চাঁন (৩৫), পারভীন (৩৫), আমরিনা ওরফে হাসি (৫০)।
এসময় অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, দুইটি লোহার পাইপ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক সেবনের সময় ধরা পড়ায় জিমখানা রেলওয়ে কলোনির মোখলেছের ছেলে মোঃ ফয়সাল (২১) ও বরিশাল জেলার গৈরনদী থানার মোহাম্মদ লিটনের ছেলে রিফাতকে (২০) ১২ দিন, নারায়ণগঞ্জ শহরের দেওভেগ পাক্কা রোড এলাকার মৃত মশাররফ ভূঁইয়ার ছেলপ জুবায়ের ভূইয়া রানাকে (৩৬) ২০ দিন, জল্লারপাড় এলাকার মৃত আব্দুল মজিদেরে ছেলে মোঃ মোস্তফা হোসেনকে (২৬) ১৪ দিন ও শহরের ডালপট্টি এলাকার মৃত চিত্তরঞ্জন নন্দীর ছেলে অভিনন্দীকে (৩০) ৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত অন্যান্য আসামিদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জে কিছু নির্দিষ্ট স্পট রয়েছে। সেখানে মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক বিক্রি করে৷ আমরা সেসকল স্পটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা ফতুল্লার একটি স্পটে অভিযান পরিচালনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
তিনি বলেন, এখানে আলম চান নামের এক ব্যাক্তি রয়েছে। তার নামে অসংখ্য মাদক মামলা রয়েছে। আজকে আমরা তাকে সফল ভাবে আটক করতে পেরেছি। তার কাছ থেকে দুই কেজি গাঁজা, বিদেশি মদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। তার নামে মাদক মামলা দায়ের করা হবে, তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। এছাড়াও আমরা দুই নারী মাদক ব্যাবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছি। এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জনকে শাস্তি দেয়া হয়েছে। তাদের ৭ দিন, ২ সপ্তাহ ও ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমােদর সাথে যৌথ বাহিনী ছিল। এখানে সেনাবাহিনী, ডিবি পুলিশ ছিল আমাদের থানার একটি টিম ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমরা নারায়ণগঞ্জকে মাদকামুক্ত করতে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেকোন সময় যেকোন জায়গায় বেছে নেবো। সেখান থেকে আমরা অভিযান চালিয়ে এসকল মাদকসেবীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।