বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌথ অভিযানে ১৬ মাদকসেবীর সাজা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ২৯ অক্টোবর ২০২৫

যৌথ অভিযানে ১৬ মাদকসেবীর সাজা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লার চানমারি এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলেই আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সাঁজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসিফকে (২২) ১০ দিন, তারা মিয়াকে (৩৫) ৮ দিন, মোক্তারকে হোসেন (৪২) ৭ দিন,  মো. বাচ্চুকে (৫৫) ৮ দিন, মো. জসীমকে উদ্দিন (৪০) ৭ দিন, মামুনকে ১৫ দিন,মো. কাওসারকে (৩৭) ১০ দিন, মুনসুরকে (৫৫) ১৫ দিন,মো. রতনকে (৩৭) ৭ দিন, মো. জামালকে (৩৮) ৭ দিন, মো. শিপনকে (৩৮) ৭ দিন, আলামিনকে (৩৭) ১০ দিন, মো. জুয়েলকে (৪০), ৮ দিন, মো. রাজীবকে (৪০)৭ দিন,  মো. আকাশ মিয়াকে (২৪), ৭ দিন, মিজানুর রহমানকে (৩৩)৭ দিন করে সাঁজা দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন চানমারি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করছে, তাই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে, এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বলেন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা মাদক সেবন ও সংরক্ষণ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।