বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা অত্যন্ত দূর্বল: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২১, ২৯ অক্টোবর ২০২৫

আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা অত্যন্ত দূর্বল: আবদুল জব্বার

গন সংযোগ

ফতুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাপা মসজিদ এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

বুধবার ২৯ অক্টোবর বিকালে শত শত নেতা কর্মী নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাড়ি পাল্লার পক্ষে গন সংযোগ করেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার গনসংযোগকালে এলাকার সর্বস্তরের মানুষের সাথে ছালাম বিনিময় করেন।  
এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে ফতুল্লা, দাপাবাসির উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, জনগণের ভালোবাসা থেকে বিগত দিন গুলোতে জামায়াত কে দূরে রাখার চেষ্টা করা হয়েছে,যারা এ কাজ করেছে আজ তারাই জনগন থেকে দূরে চলে গেছে। যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদের সাহায্য করে, যারা শয়তান ও তাগুতের পথে সংগ্রাম করে শয়তান তাদের সাহায্য করে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা অত্যন্ত দূর্বল।  

অনেকেই ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল শয়তানের পরিকল্পনা পরাজিত হয়ে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। মজলুমের বিজয় হয়েছে।
আমাদের উচিৎ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সত্য ও ন্যায়ের পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন বিজয়ের সংগ্রাম অব্যাহত রাখা, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন।