বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে গৃহবধূকে হত্যা চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১১, ২৯ অক্টোবর ২০২৫

বন্দরে গৃহবধূকে হত্যা চেষ্টা

ফাইল ছবি

বন্দরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গৃহবধূ অজুদা বেগম (৩৮)কে হত্যার চেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ভাসুর মাহামুদ্দুল্লাহ বাদী হয়ে নির্দেশদাতা চাচা আলাউদ্দিন দেওয়ান  ও ফুপু খোদেজা বেগমসহ হামলাকারী চাচাত ভাইদের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ১০১, এম এন ঘোষাল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ১০১, এম এন ঘোষাল রোড এলাকার মৃত শাহাদাত হোসেন দেওয়ানের ছেলে মহামুদ্দুল্লাহসহ তার ওয়ারিশগন বহু বছর ধরে তার পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছে। অভিযোগের বাদী দাদা মৃত্যুবরণ করার সময় সকল সম্পত্তি এজমালি রেখে যান। পরবর্তিতে বাদী পিতা মৃত্যুবরণ করার পর তার প্রাপ্ত সকল সম্পত্তি বাদীসহ তার ওয়ারিশগন  মালিক হয়ে ভোগদখলে নিয়জিত রযেছে।  বাদী ওয়ারিশ সম্পদ লোভী চাচা আলাউদ্দিন দেওয়ান  ও ফুপু খোদেজা বেগমসহ একটি চক্র বাদী মাহামুদ্দুল্লাহ ও তার ওয়ারিশগনের সম্পত্তি সম্পর্ন অবৈধ ভাবে  ভোগ দখল করে রেখেছে। এ ছাড়াও উল্লেখিত চাচা ও ফুপুরা বাদী পিতার পৈতৃক সম্পত্তি থেকে তাদেরকে  বিতারিত করার জন্য নানা ভাবে ভয়ভীতি এবং খুন জখমের হুমকি প্রদান করে আসছে।
এর ধারাবাহিকতা  গত শনিবার সন্ধ্যায় ভূমিদৎসু চাচা আলাউদ্দিন দেওয়ান ও ফুপু খোদেজা বেগমের নির্দেশে ভূমিদৎসু আলাউদ্দিন দেওয়ানের ২ ছেলে সানি দেওয়ান ও ডেনি দেওয়ান অভিযোগের বাদী বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদী ছোট ভাইয়ের স্ত্রী অযুদা বেগম (৩৮) কে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারমুখী আচরণ করে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করে। এ ব্যাপারে ছোট ভাইয়ের স্ত্রী প্রতিবাদ করলে ওই সময় বিবাদী সানি দেওয়ান   ছোট ভাইয়ের স্ত্রীকে গলায় টিপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায়।  একই সাথে ৪নং বিবাদী ডেনি দেওয়ান উল্লেখিত গৃহবধূকে শ্লীতাহানি করে।