প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের গাড়িতে ভাংচুর চালায় গ্রামবাসী। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি এবং উতিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা, আগুয়ান্দি গ্রামের গ্রামবাসীর মধ্যে গ্রাম্য দলাদলি এবং আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে বুধবার বিকেলে মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদী গ্রামের নোয়াব আলী, আক্তার, জলিলসহ আরও ৪ থেকে ৫ জন সিএনজি নিয়ে উচিৎপুরা বাজারে এসে উচিৎপুরা গ্রুপের সমর্থক ও উচিৎপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন আহত নুরু মিয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনার জেরে নুরু মিয়ার পক্ষে উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের অনুমানিক ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ উচিৎপুরা বাজারে জড়ো হয়। এসময় আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত সরকারি ডাবল কেবিন গাড়িটি ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজারে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের গাড়ি ভাংচুর করেছে। আমরা ব্যাবস্থা নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

