ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, তারেক রহমান যার হাতেই ধানের শীষ দিবেন আমরা অন্ধের মত ধানের শীষকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়বো। ব্যাক্তি আমাদের জন্য কোন বিষয় নয়। আমার দল মনোনয়ন দিবে বিএনপির প্রতিটি নেতাকর্মী ধানের শীষের পক্ষে কাজ করবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ফতুল্লার আলীগঞ্জে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফার প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আগেই বলেছি আমাদের দলের দর্শন হল ব্যাক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমাদের আস্থা রয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি যে সিদ্ধান্ত নিবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করেই নিবেন। তিনি দলের স্বার্থের কথা কিংবা ব্যাক্তির স্বার্থের কথা চিন্তা করে কোন সিদ্ধান্ত নিবেন না।
তিনি আরও বলেন, বিএনপি তার অবস্থান বারবার ব্যাক্ত করেছে। তারা ভাবছে যেহেতু তারা ক্ষমতায় যেতে পারবে না সেহেতু সব কন্ট্রোল তাদের হাতে রাখতে। তারা মানুষের মতামতকে উপেক্ষা করে আমাদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এটা অগণতান্ত্রিক। হা ও না ভেটের কথা বলতে গিয়ে বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপি নাকি সংস্কার চায় না।

