ফাইল ছবি
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১ হাজার ৪শ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফরিদপুর জেলার মৃত হারুন মোল্লার ছেলে আব্দুর রহিম (৩০), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার মৃত আওলা আলীর ছেলে আবুল হাসান দরানী (৩৩), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ নুর নবী (৪৫)।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

