মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রদলের সাবেক দুই সভাপতি মান্নানের সাথে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৬, ৪ নভেম্বর ২০২৫

ছাত্রদলের সাবেক দুই সভাপতি মান্নানের সাথে

মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক দুই সভাপতি নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) মান্নানের বাড়িতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরসহ সাবেক ছাত্রদল নেতারা মান্নানের সাথে সাক্ষাৎ করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের আওতায় সিদ্ধিরগঞ্জ থানা চলে যাওয়ার পর থেকে এ আসনটিও মহানগরের একটা অংশ হয়ে গেছে। সিদ্ধিরগঞ্জ এলাকায় আসন্ন নির্বাচনে মান্নানের পক্ষে প্রচার প্রচারণা ও নির্বাচনী কার্যাক্রমে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন এই সাবেক ছাত্রদল নেতারা। 

এসময় শাহেদ, সাগরসহ ছাত্রদল ও যুবদল নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন আজহারুল ইসলাম মান্নান।