মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদমারীতে অয়ন ওসমানের ব্যানার নিয়ে মিছিল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৯, ৪ নভেম্বর ২০২৫

চাঁদমারীতে অয়ন ওসমানের ব্যানার নিয়ে মিছিল!

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদমারি এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ব্যানার নিয়ে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের অনুসারীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ভিডিওটি প্রচার করা হয়।

এসময় ইউনুস সরকারের পদত্যাগের দাবী ও নির্বাচন বিরোধী স্লোগান দেন তারা। ভিডিওতো মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের চেহারা ঘোলা করে দেয়া হয়েছে। 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অনেক সময় তারা পুরাতন ভিডিও দিয়েও মিছিলের দাবী করে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।