মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গিয়াসউদ্দিন ও রেজাউল করিম আমার অভিভাবক, সকলের সমর্থন চাই: মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৫, ৪ নভেম্বর ২০২৫

গিয়াসউদ্দিন ও রেজাউল করিম আমার অভিভাবক, সকলের সমর্থন চাই: মান্নান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার সাথে অনেকে মনোনয়ন চেয়েছেন। আমরা অতীতে ধানের শীষে ভোট দিয়েছি। আমাদের মুরুব্বি রেজাউল করিমকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। সিদ্ধিরগঞ্জের মানুষ আমাদের ভাই। তিনিও মনোনয়ন চেয়েছিলেন। আমি তাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আমি গিয়াসউদ্দিন সাহেব ও রেজাউল করিম সাহেবকে মুরুব্বি হিসেবে আমার অভিভাবক হিসেবে আমন্ত্রণ জানাই, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদকেও আমন্ত্রণ জানাই। আসুন আমরা সকলে মিলে এ আসনে ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের পিরোজপুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি মা বোনদের বলবো আপনারা হয়ত আমাকে চেনেন বা চেনেন না। অনেকে নামে চেনেন চেহেরায় চেনেন না। আমি আপনাদের এলাকারই সন্তান। 

তিনি আরও বলেন, আমি এসেছি আপনার দেখতে। আপনার এলাকার সন্তানকে তারেক রহমান মনোনয়ন দিয়েছে। আমরা সবসময় পিরোজপুর ইউনিয়ন থেকে অন্য লোককে এমপি বানিয়েছি। তবে এই ইউনিয়ন থেকে এমপি হবো এটা কখনও স্বপ্নেও দেখিনি।

তিনি বলেন, মা বোনেরা বিগত দিনে ভোট দিতে পারেননি। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। আমি আপনাদের ঋণ শোধ করতে পারিনি কারণ আওয়ামী লীগ আমাকে সেসময় কাজ করতে দেয়নি। আমাকে উপজেলায় বসতে দেয়নি। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ও আমার মা আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যেন দেশনেত্রী ও তারেক রহমানের মান সম্মান রাখতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই।