বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকামুখী নারায়ণগঞ্জ বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৭, ৩১ ডিসেম্বর ২০২৫

ঢাকামুখী নারায়ণগঞ্জ বিএনপি

ঢাকা যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই বাস, ট্রেনসহ বিভিন্ন উপায়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাচ্ছেন বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। 

নারায়ণগঞ্জ শহর ছাড়াও রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে তার জানাজায় অংশ নিতে ঢাকা যাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অনেক সাধারণ মানুষ খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকা যাচ্ছে। আমি দেশবাসীর কাছে আমার মা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া চাই।

এর আগে গতকার ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।