ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে শেষ মুহুর্তে সাবেক এমপি আবুল কালামের নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে আসনটি থেকে বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেছিল বিএনপি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
আসন্ন সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বিএনপি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে। নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। কিছু কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিচ্ছেন। খালেদা জিয়াসহ সিনিয়র কয়েকজন নেতার আসনে বিকল্প প্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে প্রথমে ব্যবসায়ী মো. মাসুদুজ্জামানকে মনোনীত করেছিল বিএনপি। পরবর্তীতে মাসুদুজ্জামানের ভোটে অনীহার পর সেখানে মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়।

