মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বহুবার প্রাণবাজি রেখেছি: তরিকুল সুজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫

বহুবার প্রাণবাজি রেখেছি: তরিকুল সুজন

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন জমা দেন নারায়ণগঞ্জ ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তরিকুল সুজন। তিনি গণসংহতি আন্দোলনের মনোনীত মাথাল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। 

তরিকুল সুজন বলেন, শিক্ষা-স্বাস্থ্যে উন্নতি, নিরাপদে বাস/ সুযোগে সমানাধিকার, মর্যাদায় কাজ' এমন একটি নারায়ণগঞ্জের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে থেকে আমি নির্বাচন করছি।

এই শহর-বন্দর আমার প্রাণের নগরী। এই নগরের জন্য বহুবার আমি প্রাণ বাজি রেখেছি কেবল এই আশায়, একদিন এই শহরের প্রাণ ফিরবে। এই নগরের ধুলোবালি, ঘাস মাঠ, কোলাহলে আমি প্রতিদিন স্বপ্ন দেখি: মানুষ বুক ভরে শ্বাস নিবে, সুস্থ এবং নিরাপদে ঘরে ফিরবে। মর্যাদায় কাজ করবে। শিক্ষা-স্বাস্থ্যে এই নগর হবে সকলের অনুকরণীয়। হিন্দু-মুসলমান, নারী-পুরুষ, সাদা-কালো এই সব পরিচয়ের উধ্ধে উঠে প্রতিষ্ঠিত হবে সকলের নাগরিক মর্যাদা। যোগ্যতা এবং প্রয়োজনের ভিত্তিতেই মিলবে যার যার প্রাপ্য। 

বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর অন্যতম দুর্বলতা হলো-স্থানীয় পর্যায়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠে সাংসদ। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে উঠেন বিপুল ক্ষমতার মালিক। এই ক্ষমতাকে অপব্যবহার করে গড়ে উঠে মাদক, কিশোর গ্যাং সিন্ডিকেট। চলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা। চলে সন্ত্রাসী তৎপরতা। গড়ে উঠে সাংসদকেন্দ্রিক রাজনৈতিক দস্যুতা ও দূর্নীতির চক্র। সাধারণ মানুষ হয় ভুক্তভোগী। এমনকি প্রশাসনিক বদলীসহ সমস্ত ধরনের কার্যক্রমও হয়ে উঠে জনপ্রতিনিধির ইচ্ছার অধীন। তাকে কেন্দ্র করেই গড়ে উঠে ক্রাইম জোন। আমরা ক্ষমতা কেন্দ্রীভূত করার এই সিস্টেম ভেঙে দিতে চাই, প্রতিষ্ঠা করতে চাই জনতার ক্ষমতা। আমি আশা রাখি, নারায়ণগঞ্জবাসী আমাকে মাথাল মার্কায় নির্বাচিত করে নারায়ণগঞ্জবাসীকে সেবা করার সুযোগ করে দিবে। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, কমিটির কার্যকরী সদস্য শুভ দেব, ফারহানা মানিক মুনা, যুব ফেডারেশন জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মোল্লা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি সৃজয় সাহা সহ প্রমুখ নেতৃবৃন্দ।