ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় পপি রাণী সরকার বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা এদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন জ্যেষ্ঠ নারী রাজনীতিবিদ হিসেবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় তাঁর যে অদম্য মানসিকতা, তা অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে তাঁকে জীবনের শেষ সময়গুলো পার করতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা দীর্ঘকাল অনুভূত হবে। শোকের এই মুহূর্তে আমরা বিভাজনের ঊর্ধ্বে উঠে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাই।”
পপি রাণী সরকার মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর সংবাদে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

