বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশ পাকিস্তান না, শেখ হাসিনা ইমরান খান না : শামীম ওসমান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫০, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২৩:৫১, ১৯ নভেম্বর ২০২৩

বাংলাদেশ পাকিস্তান না, শেখ হাসিনা ইমরান খান না : শামীম ওসমান 

একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশ পরাধীন না। বাংলাদেশ কারও কাছে মাথানত করবে না। বাংলাদেশ পাকিস্তান না, শেখ হাসিনা ইমরান খান না। এটা সবাইকে মাথায় রাখতে হবে।

তিনি বলেন, রাজনীতি একটি এবাদত। আমরা যে জাতির পিতার কন্যার বদৌলতে স্কুল-কলেজ, রাস্তা কালভার্ট করতে পারছি এতে কিন্তু মানুষ খুশি হয়। আর মানুষ খুশি হলে সৃষ্টিকতা খুশি হন। আমি রাজনীতি এভাবেই দেখি। আল্লাহ যদি চায় আমাকে দিয়ে আরও উন্নয়ন করাবে তাহলে আমাকে কবুল করবেন। আল্লাহ কবুল করলে পৃথিবীর ৮শ কোটি মানুষ বিপক্ষে থাকলেও কিছু যায় আসে না। 

তিনি আরও বলেন, মানুষ মাত্রই ভুল। শুধু শয়তান ও ফেরেশতা কখনও ভুল করে না। শয়তান শয়তানি করতে ভুল করে না আর ফেরেশতা ভাল কাজ করতে ভুল করে না। আমি মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে। আমার কথায় কেউ অসন্তুষ্ট হতেই পারেন। আমি সকলের কাছে ক্ষমা চাই, কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে যেন মন থেকে মাফ করে দেন। আমার ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। এর পরে নির্বাচন করবো কীনা জানি না। এরপর আসবে নিউ জেনারেশন। তাদেরকে দরকার।

তিনি বলেন, যারা দেশের জন্য মন থেকে কাজ করবে রাজনীতিতে তাদেরই আসা উচিত। মানুষকে চিনতে হবে কোনটা ফল গাছ আর কোনটা কাটা গাছ। জাতির পিতার কন্যার ওপর ভরসা রাখতে হবে। 

আমার মনোনয়ন কেনা হয়েছে আমি জানি না। আমি বলেছি নেত্রী নির্ধারণ করবে। যাকে দিবে তাদের জন্যই কাজ করব। এই যে বাচ্চা ছেলেগুলো আগুন দিচ্ছে। নির্বাচনের পর ওদের কোর্টের বারান্দায় থাকতে হবে। এই বাচ্চাগুলোর ভবিষ্যত কী হবে। আমি অনুরোধ করবো, এদের জীবন নিয়ে খেলবেন না। সেদিন দেখলাম হাঁস নিয়ে যাচ্ছিল, হাঁসের ট্রাকে আগুন দিয়ে দিয়েছে।