ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে ২৬ কেজি ওজনের পদ্মা নদীর একটি পাঙাশ মাছ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে নিলামের মাধ্যমে মাছটি কেনেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে নারায়ণগঞ্জের বাসিন্দা জাপান প্রবাসী কবির হোসেন তার কাছ থেকে মাছটি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মা নদীতে মাছ শিকারে যান দৌলতদিয়া ফকিরপাড়ার জেলে সোনাই হালদার ও তার দল। শেষ রাতের দিকে মাছ না পেয়ে তারা অনেকটা হতাশ হয়ে জাল গুটিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর জালে ঝাঁকি দিলে তারা বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক পাঙাশ। পাঙাশ নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। মাছটি বিক্রির জন্য বাজারের হালিম সরদারের আড়ৎ ঘরে তোলা হয়। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনেন নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এই পাঙাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙাশটি কিনে নিই।
তিনি আরও বলেন, পাঙাশটি আমার আড়তের আনার পর নারায়ণগঞ্জের বাসিন্দা জাপান প্রবাসী কবির হোসেন ২৭০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় কিনে নেন। এই মৌসুমে ২৬ কেজির মতো পাঙাশ মাছ হাতে গোনা এক-দুটি ধরা পড়েছে। এত বড় পাঙাশ মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন। ব্যবসায়ী হিসেবে আমিও অনেকটা খুশি হয়েছি।

