
তাজিয়া মিছিল
মঙ্গলবার (০৯ ই আগষ্ট) বাদ আসর পশ্চিম দেওভোগ প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা চেয়ারম্যানের বাস ভবন চুনকা কুটিরে শোহাদায়ে কারবালা (আশুরা) উপলক্ষে রাসুলুল্লাহ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসান (আঃ) এবং হযরত ইমাম হুসাইন (আঃ) নামে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য থাকে যে, ইসলাম ধর্মের ন্যায় প্রতিষ্ঠায় বর্তমান ইরাক নামক কারবালার প্রান্তরে প্রিয়নবী হযরত মোহাম্মদ( সাঃ) এর দৌহিত্র হযরত মাওলা ইমাম হোসাইন (আঃ) অল্পকিছু সমর্থক আতœীয় সজ্বন সহ ৭২ জন্য সদস্য নিয়ে আরবী ৬১ হিজরির দশম মহররম এজিদ বাহিনীর কাছে হযরত ইমাম হোসাইনের শিশু সন্তান সহ বর্বর নির্মম হত্যাকান্ডের মাধ্যমে শহীদ হন।
পরবর্তীতে প্রতি বছরের ন্যায় এবারও দেওভোগ চেয়ারম্যান বাড়ি থেকে তাজিয়া মিছিলটি বের হয়ে শহরের ২নং রেল গেইট প্রদক্ষিন করে মিছিলটি মন্ডলপাড়া গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল, আলহাজ্ব আব্দুল কাদির, মমতাজ উদ্দিন বাবুল, শফিকুল ইসলাম লিটন, কামরুল হুদা বাবু, নাজিম উদ্দীন নাজিম, ফয়জুল ইসলাম রুবেল, গোলাম মোস্তফা চঞ্চল, গোলাম সারোয়ার শুভ প্রমুখ।