
কোরবানি
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বিভিন্ন স্থানে ত্যাগের মহিমায় চলছে পশু কোরবানি।
মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে শহর ও জেলাজুড়ে বিভিন্ন স্থানে পশুগুলো কোরবানি করা হয়।
কোরবানি করাদের সূত্রে জানা যায়, শহরে ও বিভিন্ন স্থানে ঈদের দিনকে ঘিরে কসাই পাওয়া কষ্টকর হয়ে যায়। কসাই এর বাড়তি ঝামেলা এড়াতে অনেকে দ্বিতীয় দিনে কোরবানি করে থাকেন। ঈদের ৭ দিন পর্যন্ত কোরবানি করার বিধান রয়েছে। এর মাঝে অনেকে ঈদের দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং বিশ্রাম নেন বলে পরের দিন কোরবানি দিয়ে থাকেন।
শহরের মাসদাইর এলাকায় দ্বিতীয় দিনে গরু কোরবানি করা আহমেদ জানান, আমি ঈদের দিন বিশ্রাম নিয়েছি এবং কসাইও ঈদের দিন পাইনি। তাই আজ দিচ্ছি। আজ কসাই পাওয়া গেছে। আর কোরবানি তো ৭ দিন দেয়া যায় তাই সমস্যা হচ্ছেনা।